ঈদ শেষে আজ অফিস খুললো। আমাদের মতন যাদের ঢাকা ছাড়া কোথাও যাওয়ার নেই তাদের কাছে এ ক'দিনে ঢাকা ছিল দারুন রকমের ছিমছাম। চমৎকার গুছানো একটা ছবির মতন শহর। যেখানে গিয়েছি সময় মতন পৌঁছেছি । প্রতিটি রিকসা ভ্রমন ছিল স্বর্গীয় অনুভূতির। সচারচর আজকাল রিকসাতে চড়ি
না, কেবল ঈদ এলেই যা একটু চড়তে বসা। ঈদ ব্যতীত রিকসার জন্যে আমাদের ঢাকার অনেক রাস্তাগুলোতে প্রবেশ নিষিদ্ধ। তাই শুধু ঈদেই প্রান খুলে ঘোরা ফেরা করা যায়। রিকসাওয়ালা আব্দার করে কিছু বাড়িয়ে ভাড়া দেই। শাহবাগের কাছে শিশু পার্কে শিশুদের ভিড় বাড়ছে, শিশুরা অনেকদিন পর মুখে তৃপ্তি নিয়ে বাড়ী ফিরছে। টি.এস.সির মোড়ে জম্পেশ আড্ডার আসর। চটপটির দোকানগুলোতে ফুচকা, পেয়াজ আলুতে সাজানো, গোছানো তার চারপাশ ঘিরে কেউ খাচ্ছে চটপটি, ফুচকা খাচ্ছে, তরুন কারোর গায়ে পাঞ্জাবী, তরুনীর পরনে শাড়ি, কেউবা শার্ট-প্যান্ট কেউবা নতুন হালে ফ্যাশনে থাকা সালোয়ার কামিজ। আজ সবাইকে দারুন লাগছে, কেননা সবাই আজ মন খুলে হাসছে। ইশ! এই রকম রোজ রোজ যদি ঈদ হতো, তাহলে আমরা মানুষগুলো সারাক্ষন হাসতাম, আনন্দ করতাম। তাহলে কোথাও কোন হুড়াহুড়ি থাকত না , থাকত না বাড়ী ফেরার তাড়া।
২২ই আগষ্ট, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৭০/৩৬৫
(সাময়িক ব্যস্ততায় আপলোডে বিলম্বিত হল, সেজন্য দুঃখ প্রকাশ করছি।)
পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/
২২ই আগষ্ট, ২০১২
------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৭০/৩৬৫
(সাময়িক ব্যস্ততায় আপলোডে বিলম্বিত হল, সেজন্য দুঃখ প্রকাশ করছি।)
পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/
No comments:
Post a Comment