ইদানিং হুট করে ঘুম ভেঙ্গে যাওয়ার ঘটনা বেড়ে গেছে। এর সঙ্গে যোগ দিয়েছে প্রতিদিন স্বপ্ন দেখা। বয়সটা মনে হয় সামনে দিকে দ্রুততায় দৌড়াচ্ছে যার কারনে রোজ কাউকে না কাউকে স্বপ্নতে পেয়ে যাচ্ছি, যারা এখন অতীত কিন্তু তাদের সাথে ছিল আমার রঙীন দিনগুলো। আমি আমার জীবনের রঙ ভাবতে কিংবা খুঁজতে গিয়ে দেখি আমার অতীতের রং ছিল রঙীন, কিন্তু বর্তমানের রঙ একদম সাদাকালো। হয়ত আমার মনের ভিতরের পৃথিবীটার একটা পুরো অংশ জৌলুস হারিয়ে যাচ্ছে বলেই আমি সাদাকালোর বাইরে অন্য কোন রঙ খুঁজে পাচ্ছি না।
২৫ই জুন, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১১/৩৬৫
২৫ই জুন, ২০১২
------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১১/৩৬৫
No comments:
Post a Comment