আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Wednesday, June 20, 2012

অ আ আজকের লেখালেখি - ৩

অদ্ভূত কিছু স্বপ্ন নিয়ে ঘুম ভাঙ্গলো, সহসা আমি স্বপ্ন দেখি না, হুট করে স্বপ্ন তাজ্জব ব্যাপার হয়ে  দাঁড়ালো, ঘুম থেকে উঠে কিছুক্ষন ভাবলাম, যদি সত্যি হত। আমি হেঁটে চলছি, দু’ধারে লাইন ধরে নানান রঙের লিলি বাগান। কিছু ফুল ছিল অজানা। আমি আরেকটু হাঁটতে গিয়ে দেখি প্রিয় মুখগুলো হাসছে। প্রিয় দাদা ভাই, আপিন, দীদা, যারা আমার কবিতার জন্যে অপেক্ষায় ছিলেন। আমি তাদের সাথে বসে একটা কুটির ঘরের আঙিনায় কবিতা আওড়াচ্ছি। আমাদের সঙ্গ দিচ্ছিলো ঝিরিঝিরি হাওয়া আর শেষ বিকালের সূর্য। বেলা শেষে কুয়াশাতে মিলিয়ে গেল সব। 


১৭ই জুন, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট: ৩/৩৬৫

No comments: