অপারেশন সেগুনবাগিচা
----------------------
১৯৭১ সালের আগষ্ট মাসে আমাদের সেগুনবাগিচায় ছোট্ট একটি অপারেশন হয়েছিল স্বাধীনতা যুদ্ধে সেটি ছিল এক দুর্লভ ঘটনা । সেই সময় মুক্তিযোদ্ধাদের ঢাকায় হানাদার পাক বাহিনীর ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্যে একটি গাড়ির প্রয়োজন হয়েছিল । অবস্থানগত কারণে মুজিব
----------------------
১৯৭১ সালের আগষ্ট মাসে আমাদের সেগুনবাগিচায় ছোট্ট একটি অপারেশন হয়েছিল স্বাধীনতা যুদ্ধে সেটি ছিল এক দুর্লভ ঘটনা । সেই সময় মুক্তিযোদ্ধাদের ঢাকায় হানাদার পাক বাহিনীর ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্যে একটি গাড়ির প্রয়োজন হয়েছিল । অবস্থানগত কারণে মুজিব
বাহিনীর নেতা শহীদ মুক্তিযোদ্ধা মুরাদ (ওরা ১১জন খ্যাত) অনুভব করেছিলেন , ঢাকা শহরে খুব শীঘ্রই কিছু অপারেশন করে হানাদার পাক বাহিনীকে ভীত সন্ত্রস্ত করতে হবে । যাতে করে তাদের মনোবল ভেঙ্গে পড়ে । এই দায়িত্ব আমাকে , আমার সহযোদ্ধা ওস্তাদ ও বাচ্চুকে দেয়া হয়েছিল । তারপর আমরা এই সেগুনবাগিচায় অবস্থিত পাকিস্তানের প্রকাশনা বিভাগের অফিসের দারোয়ানের সাথে বন্ধুত্ব করেছিলাম । প্রকাশনার সেই দারোয়ান বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সব ধরনের সহযোগিতা করতে সদা প্রস্তুত ছিলেন । আমি ও আমার সহযোদ্ধাদের নিয়ে সেই দারোয়ানের সহযোগিতায় প্রকাশনা বিভাগের সাদা টয়োটা করোনা গাড়িটি মাঝরাতে চালিয়ে নিয়ে হোটেল শাহবাগের পিছনে বিহারী জান খানের রঙের দোকানে রেখে এসেছিলাম । পরের দিন জান খান গাড়ির নম্বর প্লেটগুলো বদলে দেয় । এই গাড়িটি নিয়ে আমরা বেশ কয়েকটি অপারেশনে অংশগ্রহন করেছিলাম । এই সবের মধ্যে অন্যতম ছিল যাত্রাবাড়ী পুলের উপর বোর হোল চার্জের মাধ্যমে পুরোপুরি উড়িয়ে দেয়ার চেষ্টা করেছিলাম। সেটি বিস্ফোরিত হওয়ার পর পুলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল । যার মাধ্যমে ঢাকায় পাক হানাদার বাহিনীর ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছিল । পাকবাহিনীর মনোবল অনেকখানি ভেঙ্গে পড়েছিল । মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের এই বীরত্বগাঁথা ঘটনা তুলে ধরতে পেরে অত্যন্ত আনন্দিত ও শিহরিত বোধ করছি ।
(এই সত্য ঘটনাটি বর্ণনা করেছেন আমার মুক্তিযোদ্ধা বাবা তৈয়ব আহমেদ খান নাসিম)
১০ ই সেপ্টেম্বর, ২০১২
-----------------------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ৮৯/৩৬৫
(এই সত্য ঘটনাটি বর্ণনা করেছেন আমার মুক্তিযোদ্ধা বাবা তৈয়ব আহমেদ খান নাসিম)
১০ ই সেপ্টেম্বর, ২০১২
------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ৮৯/৩৬৫
No comments:
Post a Comment