বিবর্ণ হৃদপিন্ড
-----------
হাভোলা নাভোলা
অনুভূতি
শুয়েছিল
উপোড় হয়ে,
হিমেল হাওয়াতে
উর্ধ্বশ্বাসে
-----------
হাভোলা নাভোলা
অনুভূতি
শুয়েছিল
উপোড় হয়ে,
হিমেল হাওয়াতে
উর্ধ্বশ্বাসে
উড়ছিল
লাল নীল বেগুণী
বহু রঙা স্বপ্ন,
অপরিপক্ক
ভালোবাসা
অল্প হেঁটে
পথেই বসে ঝিমাচ্ছিল।
আনন্দ
কান্না
শুয়েছিল
একসাথে
সংগে নিয়া
বৃন্তচ্যুত
মরা ফুল
মরা পাতা
মরা ডালপালা
বসে থাকে
কঙ্কালসার
বিবর্ণ হৃৎপিন্ড।
৮ই সেপ্টেম্বর, ২০১২
------------------------------------------------------------------------------
লাল নীল বেগুণী
বহু রঙা স্বপ্ন,
অপরিপক্ক
ভালোবাসা
অল্প হেঁটে
পথেই বসে ঝিমাচ্ছিল।
আনন্দ
কান্না
শুয়েছিল
একসাথে
সংগে নিয়া
বৃন্তচ্যুত
মরা ফুল
মরা পাতা
মরা ডালপালা
বসে থাকে
কঙ্কালসার
বিবর্ণ হৃৎপিন্ড।
৮ই সেপ্টেম্বর, ২০১২
------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৮৭/৩৬৫
No comments:
Post a Comment