হেঁটে চলেছি স্পর্শের বাইরে
--------------------------
অনেকটা কাছেই ছিলাম
একটুখানি হাত বাড়ালেই
যায় ছোঁয়া।
কাছের মানুষগুলো
কাছেই ছিল
--------------------------
অনেকটা কাছেই ছিলাম
একটুখানি হাত বাড়ালেই
যায় ছোঁয়া।
কাছের মানুষগুলো
কাছেই ছিল
হেসেছিল প্রাণখুলে।
বরাবর ছিলাম বিষন্ন
একলা আমি।
পূর্ণিমা আলোতে সব্বাই
ভিজছিল আমার শেষ দিনটাতে
একটু গুটিয়ে নিচ্ছিলাম
অল্প কালোতে।
আমি নিশ্চুপে
আস্তে আস্তে
ফিরতে লাগলাম
ঘন আলো থেকে ঘন অন্ধকারে।
মিলিয়ে যাচ্ছি
একলা আমি
শেষ হয়ে যাওয়া
আলোর পথে,
হেঁটে চলেছি স্পর্শের বাইরে।
৩রা অক্টোবর, ২০১২
-------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১১২/৩৬৫
বরাবর ছিলাম বিষন্ন
একলা আমি।
পূর্ণিমা আলোতে সব্বাই
ভিজছিল আমার শেষ দিনটাতে
একটু গুটিয়ে নিচ্ছিলাম
অল্প কালোতে।
আমি নিশ্চুপে
আস্তে আস্তে
ফিরতে লাগলাম
ঘন আলো থেকে ঘন অন্ধকারে।
মিলিয়ে যাচ্ছি
একলা আমি
শেষ হয়ে যাওয়া
আলোর পথে,
হেঁটে চলেছি স্পর্শের বাইরে।
৩রা অক্টোবর, ২০১২
------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১১২/৩৬৫
No comments:
Post a Comment