আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Monday, November 5, 2012

অ আ আজকের লেখালেখি - ১২০ (অন্যরকম দিনগুলি)

অন্যরকম দিনগুলি
-------------------------------------------
আজ রাত অব্দি
চোখের জলে হিসেব করি 
পুরানো দিনগুলোর
কিছু অশ্রু থাকে কিছু সুখ স্মৃতির 
কিছু থাকে জমাট বাঁধা দুঃখ বেদনায়

আমাদের সবার একান্ত কিছু দুঃখ থাকে
তবুও আমরা পিছুপা হই নি।
কালো মেঘের ঢাকা অনিশ্চিত সময়গুলোতে
আমাদের আগলে রাখে আমাদের প্রিয়মুখগুলি
মা-বাবা, প্রিয়তমা স্ত্রী,
কখনোবা ভাইবোন,
কিছু প্রিয় বন্ধু সহপাঠী ।
আমাদেরকে কেন্দ্রভূত করে সবাই ছড়িয়ে ছিটিয়ে
আর্শীবাদ, ভালোবাসা নিয়ে বৃত্তময়।
সামনের এগিয়ে যাওয়ার প্রেরণায়
আমরা আজ থেকে শুরু করি
নতুন ভালো একটা বছরের পথযাত্রা
প্রতীক্ষায় থাকি অন্যরকম দিনগুলির।

১১ ই অক্টোবর,২০১২
-------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১২০/৩৬৫

No comments: