আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Tuesday, September 4, 2012

অ আ আজকের লেখালেখি - ৭৬

জানালা কিন্তু খোলা নয়

একটা মেয়ে 
কুড়ির শুরুতে
ঢুকেছিল অন্ধকারে,
আজ সে 
ত্রিশে পা রাখা
ভীত সন্ত্রস্ত নারী।


অন্ধকারে ঢুকেছে
বিষন্নতাকে
নিঃস্বার্থ ভালবেসে।
মোমবাতির ছোট আলোকে
দীর্ঘ লম্বা রাতও
খুব ভয় পায়,
মোমবাতির আলোরাও
‌‍"রাত্রি" নামের
সেই নারীকে
ভয় দেখাতে জানে।

ঘরের বাইরে বৃষ্টির শব্দ
শোনা যায়
আর
ভেজা মাটির গন্ধ
হাওয়ায় ভাসে,
ভিতরে চোখের জলের
শব্দ শোনে না কেউ
সেই পুরানো কথা
কি কেউ মনে রাখে?

যখন শেষ সম্বল
মা নামের
মানুষটা চলে যায়
শেষ ভালো স্বপ্নটাকে নিয়ে
তখন
সেই খোলা জানালার
মেয়েটা হারিয়ে যায়
অতল অন্ধকারে
এবং সেই জানালা
আজ বন্ধ
কে জানে আদৌ
খুলবে কিনা।

তাকে ভালবেসে,
অনেকে উঁকি দেয়
জানালা ফুটো দিয়ে
ভিতরে
শুধু গাঢ় অন্ধকার।
অবিরাম টোকা শেষে
হতাশে কেউবা
গোলাপ রেখে আসে,
বাসি গোলাপের কাছে।

আজকের জীবনটা
অগোছানো,
গতকালের মতন
নয়
পরিপাটি।
তবুও জীবন
অন্ধকারে,
আজও
জানালা কিন্তু খোলা নয়।

২৮ই আগষ্ট,২০১২
------------------------------------------------------------------------------------



লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৭৬/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

No comments: