আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Wednesday, June 20, 2012

অ আ আজকের লেখালেখি - ৫

সারাদিন অফিসের প্রচন্ড ব্যস্ততা শেষে। একটু বসলাম কিছু একটা লিখতে। লেখার বিষয়বস্তু না থাকলে যা হয় পুরা ছিন্নমূল পরিবারের মতন। তেমন মন মত লেখা হয় না।

“কমিটমেন্ট” - এই সহজ ইংরেজীর শব্দটির সহজ বাংলা হচ্ছে, কথা দিয়ে সেটা পালন করা। আমরা বাঙ্গালীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জিনিষটার অভাব। এই জন্যে আমাদের মত মানুষদের উন্নতি হয় না। অনেকে অনেক বড় কথা দিয়ে থাকেন কিন্তু সেই তুলনায় ক্ষুদ্র কাজ তারা করতে পারেন না। কারন, ছোটবেলার পরীক্ষার খাতাতে চাপা মারার সেই পুরানো অভ্যাসটা চিরকাল চালিয়ে দিতে চান। একবারও চিন্তা করেন না আপনি যাকে কথা দিয়েছেন সেই ব্যাক্তিটি আপনার জন্যে অপেক্ষা করছে এবং দুশ্চিন্তা করছে। আসলে আমরা চূড়ান্ত পর্যায়ে স্বার্থপর হয়ে গেছি। যে কোন কিছুতে লাভ ব্যতীত সামনে এগুতে চাই না অন্যের ঘাড়ে কোন কিছু চাপিয়ে দিয়ে দেদারসে নিশ্চিন্ত মনে ঘুম দেই।

১৯ই জুন, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট: ৫/৩৬৫

No comments: