আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Wednesday, June 20, 2012

অ আ আজকের লেখালেখি - ৪

আমরা যারা বাবাকে সবসময় ভালবাসি তাদের জন্যে কি বছরের একদিন বাবাকে বাবা দিবসের কথা মনে করে অতিরিক্ত আবেগতাড়িত হওয়াকে উপহাস ছাড়া আর কিছু কি হতে পারে? 


আমরা বিদেশী কালচার থেকে কোনভাবে বের হয়ে আসতে পারছি না। নিজেরা মিলে উৎসব করার মতন নিজস্ব কোন কালচার তৈরী করতে পারছি না। পহেলা বৈশাখে আমরা অনেককে বিরক্তি প্রকাশ করতে দেখি। অথচ থার্টি ফাস্ট নাইটের জন্যে টিকিট পাওয়া যায় না। নাচ না পেরে অনেকে আবার মন খারাপ করে বলে এই নতুন বছরের ভালো যাবে না। আমাদের চলছে হিন্দি আগ্রাসন কালচার, ভারত আমাদেরকে সাহিত্যকে পঙ্গু করে রেখেছে কারন এর চর্চা সুযোগ হলো আমাদের দেশীয় চ্যানেল যা ভারতে সম্প্রচার নিষিদ্ধ। অথচ ভারতীয় চ্যানেল দেখে আমরা তাদের কালচারকে আপন করে ফেলছি। আমাদের নিজের শিকড়টাকে আমরা ক্ষ্যাত বলতে দ্বিধাবোধ করছি না।

১৮ই জুন, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট: ৪/৩৬৫

No comments: