আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Thursday, August 2, 2012

অ আ আজকের লেখালেখি- ৪৯


শেষ জলের তলাতে


কতশত ছবির ভিড়ে,
গিজগিজ করতে থাকা 
যত্রতত্র ফটোগ্রাফারদের ভিড়ে,
কতশত লাল সবুজ ছবির প্রদশর্নী।
কিচিমিচি হৈচৈ উল্লাসের ভিড়ে,
তোকে পেলাম না কোথাও।
অজস্র চেনা মুখ,
অনেক অচেনাও আছে,
কিন্তু কইরে তুই?
সব্বাই তোর কথা বলে,
কতজনই তোকেই নিয়ে ভাবে,
তোর সেই তোলা ছবি
আজও মনের আড়ালে দাগ কাটে।
কিসের অভিমানের তোর এত ?
জানা নেই 
তোকে পেতে
প্রিয় মানুষগুলো
চোখের জল ফেলবে 
আর কত!


(অয়ন আহমেদ)


২রা আগষ্ট, ২০১২
-----------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৪৯/৩৬৫


পুরাতন লেখালেখিগুলো

No comments: