আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Thursday, August 23, 2012

অ আ আজকের লেখালেখি - ৬৭

ঈদ আমাদের চির সুখের ঠিকানা
------------------------------
আকাশে চিকন চাঁদ,
কাল ঈদ।
কেউ হাসছে খুশীতে,
কেউ কাঁদছে গুমরে গুমরে,
কেননা

হয়ত এবার
কেউ আছে
বাবা হারিয়ে ফুঁপাচ্ছে,
কেউবা মা হারিয়ে,
কেউ কেউ আছে প্রিয় মানুষ হারা।
অথচ বিগত ঈদে তাদের
অনেকেই ছিল
আনন্দের মধ্যমনি।

অনেকে হয়ত এবার
নতুন কাপড়ে ঈদ হবে না
প্রিয় মানুষ নতুন কাপড় না পেয়ে
পুরানো কিছুতে ডুবে থাকবে
ছিনতাইকারীর হাতে
বোনাসের টাকা হারিয়ে
কেউ গ্রামের বাড়িতে ফিরবে না
এবার তাঁর ঈদ কাটবে একা
চার দেয়ালে বদ্ধ ঘরে।

তবু বিষন্নতায় ডুবে থাকি না
আমরা নতুন আলোতে মেতে উঠি
এবার ঘরে
এসেছে নতুন শিশু,
কেউ চলে গেছে
সেই নতুন শিশুকে স্থান দিতে।

আমাদের হাজারো কষ্টের মাঝে
আমরা অন্তত একটা দিন
ভালো থাকি
উল্লাস করি চিৎকারে
আনন্দে ভাসি অবিরাম

ঈদ হোক এবার
আমাদের সবার
চির সুখের ঠিকানা।

(অয়ন আহমেদ)

১৯ই আগষ্ট, ২০১২
------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৬৭/৩৬৫

পুরাতন লেখালেখিগুলো http://ayonahmed.blogspot.com/

No comments: