আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Tuesday, August 7, 2012

অ আ আজকের লেখালেখি- ৫৪

আমার নানা ভাইকে নিয়ে আমি আজও গর্ব করি, যিনি এত বড় একটা বিজ্ঞানী ছিলেন; যার আবিস্কৃত ভ্যাকসিন আজও পোলট্রি ফার্মগুলোতে ব্যবহৃত হয়। তার আবিস্কৃত রানীরক্ষেত রোগের ভ্যাকসিন আজ কত উপকার করে আসছে যেটি আজ কেউ তাকে মনে রাখে নি শুধু আমরা ছাড়া। নানা ভাই কোনদিন এটি নিয়ে অহংকার করেন নি। আমার নানা ভাই আমার মা, খালা, মামাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ন উপদেশ গিয়েছিলেন। যেটি বংশক্রমানুসারী আমি অনুসরন করার চেষ্টা করছি :

A father’s advice to children

1. Live within or beneath your means and never borrow nor lend, if you can help it.

2. Treat everyone you meet, as you yourself want to be treated.

3. Do not learn the tricks or your trade, instead, learn the trade itself.

4. Do not be afraid to admit your mistakes.

5. Never take action when you are angry.

6. Never pay for work, before it is completed.

7. Beware of the person who has nothing to lose.

8. When facing a difficult task, act as through it is impossible to fail.

9. Learn to say no, it needed, politely but firmly.

10. When faced with a serious health problem, get at least three medical opinions.

11. Do not procrastinate but do what needs to be done without delay.

12. Do not be ashamed to say, “I don’t know” when you are not sure about some thing.

13. Be prepared for the dark while the sun shines.


৭ই আগষ্ট, ২০১২
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৫৪/৩৬৫

(ইন্টারনেট সমস্যার জন্যে লেখালেখি আপলোড দিতে বিলম্ব হয়েছে।)

No comments: