আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Friday, July 13, 2012

অ আ আজকের লেখালেখি - ২৯

অনেক দিন পর দিব্যি ঘুমালাম। আজকাল মাঝরাতে দুঃস্বপ্নগুলো বড্ড বেশী জ্বালাতন করে, জোর করে ঘুম ভাঙ্গিয়ে দেয়, তারপর আবার চলে যাই ঘুমের রাজ্যে। কাল রাতে বেঘোরে ঘুমালাম। 



আজ খেয়াল করলাম, আমাদের জীবন কতগুলো যন্ত্রের কাছে প্রবলভাবে বন্দী। আমরা কোনভাবে এ থেকে বের হতে পারছি না, আমরা এমন একটা দিন পাই নি, যেদিন আমরা এক সেকেন্ডের জন্যে মোবাইলে কথা বলি নি, টিভিটা খুলে দেখি নি, কিংবা কম্পিউটার। এইগুলোর জন্যে আমাদের অস্থিরতা বাড়ছে। আমরা অনলাইনের খুব দ্রুত একটা মানুষকে কাছে পেয়ে যাচ্ছি, আপন করে নিচ্ছি, বিশ্বাসও করছি, কিন্তু যেই মানুষ কাছে ছিল, তারা দূরে চলে যাচ্ছে সেটি খেয়ালও করছি না যে, আমরা আমাদের সময় সেই মানুষটাকে দেখে আসার ইচ্ছেটাকে খুঁজে পাচ্ছি না, এখন আমাদের ফেইসবুকের বাইরে অন্য কোন জীবন নেই, যেটি ছিল সেটি বহু আগেই হারিয়ে গেছে, সেই সাথে হারানোর পথে আমাদের ফেইসবুক জীবনের বাইরে থাকা আপন মানুষগুলো। 


১৩ জুলাই, ২০১২
---------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৯/৩৬৫

No comments: