আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Monday, October 8, 2012

অ আ আজকের লেখালেখি - ৯৮

কোটি নামক সংখ্যাটা আমাদেরকে আজকাল আর ভাবাচ্ছে না। না ভাবানো তাই স্বাভাবিক। এই কোটি সংখ্যা দিয়ে অনেক কিছুই হয়। পনেরো কোটি জনসংখ্যা হয়, সেখান থেকে বেকার সংখ্যা ১ কোটি হয়। নিরক্ষতার সংখ্যা হয়ত কমিয়ে বললেও চার কোটি। স্কুল শিক্ষার গন্ডি পেরুতে পারে নি এ রকম সংখ্যা হ
য়ত কোটিতে গিয়ে ঠেকবে। 


আমাদের মানব সম্পদে আমরা বড়ই বিত্তবান তবে এই বিত্ত আমাদের দেশের কোন কাজে আসে না। তাদের একটা অংশ চলে যায় প্রবাসে, কেউ লুকিয়ে, কেউ দালালের খপ্পরে, কেউ বৈধভাবে চলে যায়। চলে যাওয়ার সময় রেখে যায় ধার কর্জ, মা-বাবা, প্রিয় কেউ, বিক্রি করে দেয় ভিটে জমি, প্রিয় খেলার উঠোন। হয়ত একদিন বিদেশী টাকায় ভবিষ্যতে আরো ভালো জমি মিলবে। তারা যায় কেউ ফেরে কেউ ফেরে না। যারা ফিরে তারা কেউ ফিরে লাশ হয়ে, কেউ ফিরে ভিক্ষুক হয়ে। যারা ফিরে না তাদের ফেরার টাকা নেই, স্বপ্ন দেখে দেশে ফেরার বিমানের টিকেটের। আমাদের প্রবাসীতে থাকা একলা মেয়েরা কজন ভালো আছে কে জানে। কেউ ফিরে সম্ভ্রম হারিয়ে কেউ ফিরে অনাগত শিশু নিয়ে। তাদের ভবিষ্যত কে নিবে? এমন আছে কোটি ঘটনা ঘটে।

কোটি টাকা লুটপাট হয়, মন্ত্রী সাফাই গান, "ও কিছু না"। কোটি টাকার অবৈধ চালান ধরা পড়ে, কোটি টাকার গাড়ীতে চলে আমাদের ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষগুলো। আর আমরা ট্যাক্স দিয়ে ব্যাংক লোনেও গাড়ী কিনতে সাহস পাই না। আমাদের কাছে লাখ টাকা গাড়ী-বাড়ী কোটি টাকার স্বপ্নের সমতুল্য। আর আমরা রোজ রোজ সারাদিনে ঘানি টেনে লোডশিডিং এর ঘরে হাত পাখা ঘুরাতে ঘুরাতে কোটি টাকার স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি আমাদের স্বপ্নেও কোটি টাকা উড়ে এদিক ওদিক, আমরা স্বপ্নেও নাগাল পাই না।

১৯ ই সেপ্টেম্বর, ২০১২
-------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ৯৮/৩৬৫

No comments: