আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Monday, October 8, 2012

অ আ আজকের লেখালেখি - ৯৩

আজ সাগর কন্যা কক্সবাজারের কাছে পৌঁছালাম । কক্সবাজারের প্রবেশ মুখে উঁচু রাস্তা থেকে দূরের সাগরের ঝিলিক দেখলাম। তখন আনন্দে আত্মহারা হয়ে গেলাম। সাগরের গর্জনে অদ্ভূত একটা টান আছে। এত ভালো লাগছে বহুদিন পর। নীল আকাশের নীচে সাগরের উত্তাল তরঙ্গ। বিশাল বালি রাশি। আমরা দশ জনের একটা দল ছুটে গেলাম সাগরের
 বুকে। একজন আরেকজনের কাছে পানি উৎসবের উল্লাস। আমরা সবাই রাজধানীর দুর্বিষহ জীবনযাত্রায় ক্লান্ত হয়ে ঝিমিয়ে যাচ্ছিলাম। হারিয়ে যাচ্ছিলাম হতাশার সাগরে। ঠিক সেই মুহূর্তে আমাদেরকে উজ্জীবিত শক্তি এনে দিয়েছে কক্সবাজার। সীগাল হোটেলে শরীরটাকে এলিয়ে দিয়ে বসে আছি। সারা রাত ভ্রমনজনিত ক্লান্তি এখনও শরীরটাকে দূর্বল করে রেখেছে। ঘুমিয়ে গেলাম। ঠিক দুপুরে যখন ঘুম ভাঙলো তখন ছুটে গেলাম সাগর পানে। সাগর জল দিয়ে আমাদের উপর ক্ষোভ ঝাড়ছিল। আমরা পড়ে যাচ্ছিলাম ঢেউয়ের প্রচন্ত ধাক্কাতে। দারুন একটা সময় কাটলো। এক সময় সূর্য দিক বদলে চলে যাচ্ছিল সাথে ছিল আকাশের রং পাল্টানো খেলা। আমাদের মতন অসংখ্য মানুষ ধুঁয়ে নিয়ে ভাসিয়ে দিচ্ছিল সকল অবসাদ। 


১৪ ই সেপ্টেম্বর, ২০১২
-----------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ৯৩/৩৬৫

(বিঃদ্রঃ ইন্টারনেট সুবিধা না থাকায় বিলম্ব ঘটেছে।)

No comments: