আমার একান্ত কিছু শব্দের মানুষগুলো

আমার একান্ত কিছু অনুভূতি আমার কলমের সাথে ভাব জমায় আমি তাদের সাথে পথ পাড়ি দেই একাকী

Monday, October 8, 2012

অ আ আজকের লেখালেখি - ১০৫

"বেদনার ফুল" আমার প্রথম বইয়ের পান্ডুলিপি আমার শ্রদ্ধেয়া দিদিমা বেগম সুফিয়া কামাল পড়েছিলেন এবং তাতে নিজের হাতে লিখে এই স্নেহ মমতা মাখা মতামত ল
িখেছিলেন। এই মতামত আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রেরনা হয়ে আছে এবং আমার লেখালেখি জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট এনে দিয়েছে। আমার ভিতর একটা লেখার স্পৃহা তৈরী হয়ে গেছে। তাই আজও লেখছি। সেই বইয়ের একটা প্রিয় কবিতা এখানে দিলাম।



বন্ধু মানে বোধহয়

পরস্পরের কাঁধে হাত রেখে অলিগলিতে হেঁটে চলা,
আমাদের সীমাহীন কষ্টগুলোর ভাগ বাটয়োরা ।
আড্ডার বেঁচে থাকা,
অফুরন্ত ভালোবাসা ।
বিশ্বাস নিয়ে ইটের পর ইট গেঁথে যাওয়া,
ছোট ছোট আশা ছোট ছোট ভরসা।
মনের আনাচে কানাচের লালিত স্বপ্নের বাস্তবতা,
কিছু গোপনীয়তা, কিছু দূর্বলতা ।
হতাশার উপরে সিগারেটের ধোঁয়া,
কবিতার সীমাহীন আবৃত্তির ক’টি লাইন,
অপ্রকাশিত মুক্ত গানের স্বরলিপি,
গীটার বাজিয়ে পূর্ণিমা সন্ধ্যার সুরের পৃথিবী ।
কিছু কবিতা, কিছু গান, কিছু হাসি কিছু কান্না,
আর মমত্ববোধ,
কিছু কিছু স্বপ্ন ,কিছু প্রাণ
বন্ধু মানে বোধহয় একাকীত্বের অবসান ।

২৬ ই সেপ্টেম্বর, ২০১২
---------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ১০৫/৩৬৫




Photo: অ আ আজকের লেখালেখি - ১০৫
---------------------------------------------------------------------
"বেদনার ফুল" আমার প্রথম বইয়ের পান্ডুলিপি আমার শ্রদ্ধেয়া দিদিমা বেগম সুফিয়া কামাল পড়েছিলেন এবং তাতে নিজের হাতে লিখে এই স্নেহ মমতা মাখা মতামত লিখেছিলেন। এই মতামত আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রেরনা হয়ে আছে এবং আমার লেখালেখি জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট এনে দিয়েছে। আমার ভিতর একটা লেখার স্পৃহা তৈরী হয়ে গেছে। তাই আজও লেখছি। সেই বইয়ের একটা প্রিয় কবিতা এখানে দিলাম।

বন্ধু মানে বোধহয়

পরস্পরের কাঁধে হাত রেখে অলিগলিতে হেঁটে চলা,
আমাদের সীমাহীন কষ্টগুলোর ভাগ বাটয়োরা ।
আড্ডার বেঁচে থাকা,
অফুরন্ত ভালোবাসা ।
বিশ্বাস নিয়ে ইটের পর ইট গেঁথে যাওয়া,
ছোট ছোট আশা ছোট ছোট ভরসা।
মনের আনাচে কানাচের লালিত স্বপ্নের বাস্তবতা,
কিছু গোপনীয়তা, কিছু দূর্বলতা ।
হতাশার উপরে সিগারেটের ধোঁয়া,
কবিতার সীমাহীন আবৃত্তির ক’টি লাইন,
অপ্রকাশিত মুক্ত গানের স্বরলিপি,
গীটার বাজিয়ে পূর্ণিমা সন্ধ্যার সুরের পৃথিবী ।
কিছু কবিতা, কিছু গান, কিছু হাসি কিছু কান্না,
আর মমত্ববোধ,
কিছু কিছু স্বপ্ন ,কিছু প্রাণ
বন্ধু মানে বোধহয় একাকীত্বের অবসান ।

২৬ ই সেপ্টেম্বর, ২০১২
---------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজক্টে ১০৫/৩৬৫

No comments: